গত ২৭ এপ্রিল, ২০২৫ খ্রি. জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, খাগড়াছড়ি এর দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শকদের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ খাদ্য পরিদর্শকগণ এপ্রিল মাসের মনিটরিং এর সার্বিক দিক তুলে ধরেন। নিরাপদ খাদ্য অফিসার মনিটরিংকৃত সকল রিপোর্ট পর্যালোচনা করেন। সকল উপজেলার গ্রেডিংযোগ্য খাদ্যস্থাপনায় পরিদর্শনপূর্বক তথ্য প্রদান, খাদ্যস্থাপনা হালনাগাদকরণ, নিরাপদ খাদ্য পরিদর্শকদের নিয়ে দিনব্যাপী নিরাপদ খাদ্য বিষয়ক ট্রেনিং, মামলা ও মোবাইল কোর্ট পরিচালনা, নমুনা সংগ্রহ সংক্রান্ত, শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠানে খাদ্য নিরাপদতা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি এবং উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা আয়োজন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস