২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা প্রশাসক খাগড়াছড়ি। সেমিনারে সভাপতিত্ব করেন জনাব হাসান মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাগড়াছড়ি। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার, খাগড়াছড়ি, জেলা বন কর্মকর্তা, খাগড়াছড়ি, যুগ্ন পরিচালক এসএসআই, খাগড়াছড়ি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তাসহ সকল সরকারি অফিসের উর্ধধতন কর্মকর্তাবৃন্দ, জেলা, সদর ও সকল উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও হোটেল-রেস্তোরাঁর মালিক/ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ ইয়াছিন। তিনি বিভিন্ন স্লাইড প্রদর্শনের মাধ্যমে খাদ্য নিরাপদতা বিষয়ক বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যাবলি সম্পর্কে সম্যক ধারণা দেন।সেমিনারে উপস্থিত অতিথিবৃন্ধ খাগড়াছড়ি পার্বত্য জেলায় খাদ্য নিরাপদতার স্বার্থে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস