০৩ মার্চ, ২০২৫ তারিখ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা কর্তৃক নকশী পল্লী ক্যাফে এন্ড রেস্টুরেন্ট, দীঘিনালা, খাগড়াছড়ি তে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাদ্যব্যবসা সংশ্লিষ্টদের নিয়ে নিরাপদ খাদ্য প্রস্তুত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. তনয় তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা, দীঘিনালা, খাগড়াছড়ি। উক্ত প্রশিক্ষণ কর্মসূচির মূল আলোচক ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মোহাম্মদ ইয়াছিন। আরো উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব তৎযিম চাকমা। জেলা নিরাপদ খাদ্য অফিসার তার আলোচনায় বিভিন্ন স্লাইড প্রদর্শনের মাধ্যমে নিরাপদ খাদ্য প্রস্তুত বিষয়ক বিভিন্ন তথ্যাদি নিয়ে আলোচনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস