Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর উদ্দেশ্য পূরণকল্পে খাগড়াছড়ি জেলায় ২৫-১০-২০২০ইং তারিখে নিরাপদ খাদ্য অফিসার যোগদান করেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় খাগড়াছড়ি এর অফিস সদর হাসপাতাল সংলগ্ন শিশু একাডেমির বিপরীত পার্শ্বে ভাড়ায় পরিচালিত হচ্ছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, খাগড়াছড়ি নিয়মিত হোটেল-রেস্তোরাঁ, বেকারী, আইসক্রিম ফ্যাক্টরী, খামার ও বাগান মনিটরিং, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনারের আয়োজন, জেলা ও উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভা, দায়িত্বপ্রাপ্ত  নিরাপদ খাদ্য পরিদর্শকদের সাথে মাসিক সভা, অংশীজনের অংশগ্রহণে সভা, খাদ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে জনসচেতনতামূলক খাদ্যের নিরাপদতা বিষয়ক সেমিনার, নিরাপদ খাদ্য বিষয়ে প্রান্তিক পর্যায়ে গৃহিণীদের সাথে সচেতনতামূলক উঠান বৈঠক আয়োজন করে আসছে। এছাড়াও খাদ্য নিরাপদতা বিষয়ক তথ্যবহুল লিফলেট ও প্যাম্পলেট বিতরণ, ভিডিও প্রদর্শন, জনস্বার্থে মাইকিং ইত্যাদি প্রচারমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস যথাযাগ্য মর্যাদায় পালন করা হয়।