১৫ জানুয়ারি, ২০২৫ তারিখ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাগড়াছড়ি পার্বত্য জেলা কার্যালয়ের উদ্যোগে রামগড় উপজেলার রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় এর ১০০ জন শিক্ষার্থীর সমন্বয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ এ.বি.এম. মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা, রামগড়।। তিনি কোমলমতি শিশুদের নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা করেন। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ ইয়াছিন। তিনি বিভিন্ন স্লাইড প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও বিদ্যালয়ের আশেপাশে অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত থাকার উপর গুরুত্বারোপ করেন। সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কাজী নাজমুল হুদা। এছাড়া দায়িত্বপ্রাপ্ত রামগড় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব রনি ত্রিপুরা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS