২১ জানুয়ারি, ২০২৫ খ্রি. তারিখ মান্যবর জেলা প্রশাসক, খাগড়াছড়ি পার্বত্য জেলা মহোদয়ের সভাপতিত্বে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ ইয়াছিন সভাপতি মহোদয়কে সমসাময়িক কার্যক্রমের মধ্যে মনিটরিংকালে খাদ্যস্থাপনার অবস্থা, হোটেল-রেস্তোরাঁয় গ্রেডিং প্রদান, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত তথ্য মেলায় অংশগ্রহণ, শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি, খাদ্যকর্মীদের প্রশিক্ষণ, গৃহিণীদের নিয়ে উঠান বৈঠক, নমুনা সংগ্রহ ও পরীক্ষার নিমিত্তে ল্যাবে প্রের্ণ, প্রচার-প্রচারণা কার্যক্রম ইত্যাদি বিষয়াদি অবহিত করেন। সভাপতি মহোদয় নিয়মিত মনিটরিং জোরদারকরণ ও প্রযোজ্য ক্ষেত্রে খাদ্যে ভেজালকারী ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS